Tuesday, September 22, 2020

Admission news

Admission for ITI: 1) আজ দ্বিতীয় দফার কাউন্সিলিং থেকে পাওয়া সিটের ভর্তি শেষ।যারা এই সিটে ভর্তি না হবে তাদের পাওয়া সিট বাতিল হয়ে যাবে। তৃতীয় দফায় তারা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। 2)তৃতীয় দফার কাউন্সিলিং প্রক্রিয়ার প্রাপ্ত সিট 24শে সেপ্টেম্বর প্রকাশিত হবে এবং 29 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। 3) চতুর্থ দফার কাউন্সিলিং প্রক্রিয়ার ফলাফল প্রকাশের আগে আর একবার নতুন চয়েস ফিলিং করা যাবে এবং আগের দেওয়া চয়েস পরিবর্তন করতে পারবে এবং নতুন সিট যোগ করা যাবে । এই দফায় E Group এর ট্রেড M Group এর আবেদনকারীর জন্য নির্বাচনের সুযোগ দেওয়া হবে। এই চয়েস ফিলিং এ তাদের সুযোগ দেওয়া হবে যারা আগে কখনো চয়েস ফিলিং করতে পারেনি এবং আগের তিনটি দফাতে ভর্তি হয়নি। 1লা অক্টোবর থেকে 7ই অক্টোবর পর্যন্ত এই চয়েস ফিলিং চলবে। 8ই অক্টোবর ফলাফল প্রকাশিত হবে। 4) পঞ্চম দফার বা শেষ দফার কাউন্সিলিং প্রক্রিয়া কিভাবে হবে তা জানানো হবে 15ই অক্টোবরের মধ্যে। এটি অফ-লাইন বা Mop-up কাউন্সিলিং প্রক্রিয়া। 5) যারা ইতিমধ্যেই ভর্তি হয়েছে তাদের ক্লাস শুরু হয়ে গেছে। পরপর 10টি অনুপস্থিত বাতিল হয়ে যাবে আবেদনকারীর ভর্তি। সৌজন্যেঃ D.Mondal।